কিংস্টন টেস্ট:
ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাকের আলি অনিকের ক্যারিয়ারসেরা ৯১ রানে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান তুলে টাইগাররা। ৫ উইকেটে ১৯১ রানে নতুন দিন শুরু করেছিল তারা। বাকি ৫ উইকেটে সফরকারীরা যোগ করেছে ৭৭ রান।
১০৬ বলে পাঁচ ছক্কা ও আট চারে ৯১ রান করেছেন জাকের।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১৬৪ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ করে ১৪৬ রান। ২৮৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে তারা।
এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেটে ২৩ রান নিয়ে লাঞ্চে গেছে স্বাগকিতরা।