চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

মনের মতো করেই জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। চীনকে হারিয়ে প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওমানের মাসকাটে আজ বুধবার (৪ ডিসেম্বর) পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচে ৬-৩ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ফলে পঞ্চম হয়ে প্রতিযোগিতায় নিজেদের মিশন শেষ করল মওদুদুর রহমান শুভর দল।

গতকাল থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারনী ম্যাচে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয় তাদের।

যুব এশিয়া কাপের এই আসর থেকে সেরা ৭টি দল আগামী বছর অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে আসর শেষ করল।

এদিন প্রথম কোয়ার্টারের খেলা ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আধিপত্য দেখায়। চীন এক গোল পেলেও বাংলাদেশ আদায় করে তিন গোল। সুবাদে ৪-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

তৃতীয় কোয়ার্টারে গোল আদায় করে লড়াইয়ের বার্তা দিয়েছিল চীন (৪-৩)। কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ দুই গোল আদায় করে (৬-৩) ম্যাচ নিজেদের করে।

বাংলাদেশের পক্ষে তিনটি করে গোল করেন মো. হাসান ও আমিরুল ইসলাম।