রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল
ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক। সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে বেশ কিছু গুজব শোনা গেছে। এর মধ্যে অন্যতম, তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে এই ‘গুজব’ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আজ.টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, একটি টিভি শোতে কথা বলতে গিয়ে আবদুল্লাহ দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী, এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন।
‘রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এই বিষয়ে কথা বলেছি, এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে মাঠে গোল করার পর সিজদা করেছেন, এবং তিনি সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন,’ বলেন আবদুল্লাহ।
প্রাক্তন সৌদি আন্তর্জাতিক ফুটবলার আরও জানিয়েছেন যে এই তারকা ফুটবলার অনুশীলনের সময় যখন আযান শোনা যায়, তখন কোচের কাছে অনুরোধ করেন যে সেশনটি সাময়িকভাবে থামিয়ে যেন তার সতীর্থরা প্রার্থনা করতে পারে।
আবদুল্লাহ জানান, ‘প্রথমদিকে, আমি রোনালদোর কাছাকাছি ছিলাম; কারণ তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য বিষয় সম্পর্কে পরিচিত ছিলেন না। তিনি আগ্রহী ছিলেন এবং প্রায়ই আমাকে কিছু বিষয়ে প্রশ্ন করতেন।’
প্রাক্তন গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে, রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।
রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন; এমন একটি খবর চলতি বছরের জানুয়ারিতেও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে সেটা যে গুজব, বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান তা নিশ্চিত করেছে। এবারের বিষয়টি কতটা সত্য, তাও জানা যায়নি।