লাহোরকে হারিয়ে সুপার লিগের ফাইনালে রংপুর
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স, এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানের লাহোর কালান্দার্স। দুই দলের ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি যে কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে লাহোরকে ডিএলএস নিয়মে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর।
গ্লোবার সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোট পাঁচটায়, শিরোপা নির্ধারণি ম্যাচে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
৯ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাত করে রংপুর গড়েছিল ১ উইকেটে ৮৫ রানের সংগ্রহ। ওপেনার সোউম্য সরকার দলীয় ৪৭ রানে আউট হন, সাজঘরে ফেরার আগে তিনি ১৩ বলে করেন ২২ রান। ওদিকে আরেক ওপেনার স্টিভেন টেলর ২৭ বলে করেছেন ৩২ রান। সাইদ হাসান ১৪ বলে করেন ২৭ রান।
এদিকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রান। এ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ৩ উইকেট হারায় দলটি। অ্যাডাম রসিংটন রান আউট হওয়ার পর আরও দুজনকে সাজঘরে ফেরান মেহেদী হাসান। এই বোলার পরে আরও এক উইকেট নিয়েছেন।
দলীয় ১৪ রানে ৪ উইকেট হারানো লাহোরের হাল ধরতে পারেনি আর কোনো ব্যাটারই। শেষ পর্যন্ত পাকিস্তানের দলটি থামে ৭ উইকেটে ৮৫ রান করে। এতে ২৩ রানের জয়ে ফাইনাল নিশ্চিত হয় রংপুরের।