১০ জন নিয়েও বসুন্ধরাকে হারিয়ে দিল মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ১০ জন নিয়ে খেলেও বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ১-০ গোলের জয় তুলে নেয় আলফাজ আহমেদের দল। ৫৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সুলেমান দিয়াবাতে।
চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ লিগ শিরোপার মিশন শুরু করা কিংস দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল। অন্য দিকে মোহামেডান তুলে নিল টানা দ্বিতীয় জয়। ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে লিগ শুরু করেছিল তারা।
প্রথমার্ধের ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডান গোলকিপার সুজন হোসেন। তাতে বড্ড বিপাকেই পড়ে সাদা-কালো জার্সিধারীরা। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দারুণ লড়াই করেছে দলটি এবং শেষ পর্যন্ত তুলে নিয়েছে দারুণ এক জয়।
যদি ৭৫ মিনিটে পেনাল্টি মিস না করতেন দিয়াবাতে, তাহলে মোহামেডানের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তার নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেয় কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল বসুন্ধরা কিংস। সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় মোহামেডান। এ ম্যাচে অবশ্য তেমন কিছু হয়নি।
গত মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম লেগেও বসুন্ধরাকে হারিয়েছিল মোহামেডান।
লিগ কিংবা কোনো টুর্নামেন্ট- সম্প্রতিক সময়ে এই দুই দলের নিয়মিত লড়াই দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে এই ডিসেম্বরের মধ্যে এনিয়ে ৬ বার মুখোমুখি হলো দুই দল। যার চারটিতে জিতল বসুন্ধরা, দুটিতে মোহামেডান।