গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
প্রথমবারের মতো আয়োজিত গায়ানায় গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে বিপিএলের দলটি।
বাংলাদেশ সময় শনিবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি।
কিন্তু পরের পাঁচ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে। ফলে চ্যাম্পিয়নের আনন্দে মাতে দলটি।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে রংপুর। সৌম্য সরকার ও স্টিভেন টেলর উদ্বোধনী জুটিতে দলকে ১২৪ রান এনে দেন। চারটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান টেইলর।
সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৬ রানে। ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
সৌম্য আগের চার ম্যাচের একটিতে করেন ৫১, দুই ম্যাচে আউট হন ২২ ও ২৭ রানে। ম্যাচসেরা ও সিরিজ সেরা- দুটি পুরস্কারই পেয়েছেন তিনি।