চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাদাইন খোকন
ক’দিন আগেই চির বিদায় নিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ক্রীড়াঙ্গনের মানুষরা সেই শোক কাটিয়ে না উঠতেই দলটির আরও এক সদস্যকে হারানোর খবর এলো। এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফজলে সাদাইন খোকন।
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্য শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানা গেছে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খেলোয়াড়ি জীবনে আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন সাদাইন খোকন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও তার জাতীয় দলে খেলা হয়নি কখনো।
শেষ জীবনটা নিজ শহর রাজশাহীতেই পার করেছেন তিনি। খেলাধুলার সঙ্গে সেই অর্থে সম্পৃক্ত ছিলেন না।
সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে।