টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচটি।
গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে মোট পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান ও রিশাদ হোসেন।
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজের মতো এই সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গী নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিনে মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।