তানজিদের ফিফটিতে বাংলাদেশের দারুণ শুরু
তানজিদ হাসান তামিমের ফিফটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।
৪৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তানজিদ। আর বাংলাদেশ ২৫ ওভারে তুলেছে ৩ উইকেটে ১৩২ রান।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় ম্যাচটি। ওপেন করতে নেমে সৌম্য সরকার ভালো শুরুর পরও ১৮ বলে ১৯ রানে থেমে যান। তিনে নেমে লিটন দাস ৭ বলে মাত্র ২ রান করেন।
তবে তানজিদ খেলেছেন দারুণ। চারে নেমে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। তৃতীয় উইকেটে দুজন ৭৯ রান যোগ করেছেন।
২৪তম ওভারে তানজিদ ফেরায় এই জুটি ভাঙে। ৬০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন তানজিদ।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ১৩২/৩। মিরাজ ৩৯ ও আফিফ ৫ রান নিয়ে উইকেটে।