উইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তৃতীয় উইকেটে দলকে ভালো ভিত এনে দেন। চতুর্থ উইকেট জুটিতে আফিফ হোসনকে নিয়ে আরও একটি ভালো জুটি গড়েন মিরাজ।
আর শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি গড়েন সেঞ্চুরি ছোঁয়া জুটি। এই তিন জুটির সুবাদে বাংলাদেশ পেয়ে যায় ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি।
বাংলাদেশের ইনিংসে ফিফটি ছোঁয়া ইনিংস তিনটি। মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৭৪ রান করেছেন। ১০১ বলে ১ ছক্কা ও ৬ চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।
তানজিদ ৬০ বলে ৬০, জাকের আলি ৪০ বলে ৪৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন।
মাহমুদউল্লাহ ও জাকের দুজনই তিনটি করে ছক্কা ও চার হাঁকিয়েছেন। তানজিদের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলার রোমারিও শেফার্ড। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।