মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটিতে বাংলাদেশ ২২৭

ছবি: বিসিবি

ওপেনার তানজিদ হাসান বাদে টপ অর্ডারে ব্যর্থ হলেন সবাই। তবে মিডল অর্ডারে হাল ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দারুণ সঙ্গ দিলেন লেজের দিকের ব্যাটার তানজিম হাসান সাকিব। সুবাদে বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকে ছিল সফরকারীরা।

সেখান থেকে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ১০৬ বলে ৯২ রানের অষ্টম উইকেট জুটিতে ভর করে দুইশ পেরোনো পুঁজি পায় বাংলাদেশ। ৪৫.৫ ওভারে অলআউট হয় ২২৭ রানে। ওয়ানডেতে ৮ম উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড রানের জুটি।

তানজিম সাকিব ৪ চার ও ২ ছক্কায় ৬২ বলে ৪৫ রান করেন। মাহমুদউল্লাহ ৯২ বলে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন ২ চার ও ৪ ছক্কায়। ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা।

২২ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেডেন সিলস।

প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাদের জিততেই হবে। তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই। কারণ, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়ানডেতে ২৪১ রানের কম করে জয়ের নজির নেই কোনো।

২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪১ রান করে সুনিল নারাইনের দারুণ বোলিংয়ে ২০ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ২২৭ রানের পুঁজি নিয়ে সিরিজে সমতা ফেরাতে তাই রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।