৭ উইকেটের হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতছাড়া হলো টাইগারদের।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে সফরকারীরা। জবাবে ৩৬.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
ওপেনার ব্র্যান্ডন কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংসে দলকে সহজ জয় এনে দেন। আরেক ওপেনার এভিন লুইস ৬২ বলে ৪৯ ও কেসি কার্টি ৪৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।
এর আগে বাংলাদেশের ইনিংসে ওপেনার তানজিদ হাসান বাদে টপ অর্ডারে ব্যর্থ ছিলেন সবাই। তবে মিডল অর্ডারে হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দারুণ সঙ্গ দেন লেজের দিকের ব্যাটার তানজিম হাসান সাকিব। সুবাদে ২৫.৩ ওভারে ১১৫ রান তুলতেই ৭ উইকেট হারানোর পরও ২২৮ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব অষ্টম উইকেটে ১০৬ বলে ৯২ রানের জুটি গড়েন। ওয়ানডেতে ৮ম উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড রানের জুটি।
তানজিম সাকিব ৪ চার ও ২ ছক্কায় ৬২ বলে ৪৫ রান করেন। মাহমুদউল্লাহ ৯২ বলে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন ২ চার ও ৪ ছক্কায়। ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা।
২২ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেডেন সিলস। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।