চট্টগ্রামের জয়ের দিনে বরিশাল-ঢাকার হার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে রোমঞ্চ ছড়াল প্রতি ম্যাচেই। তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ভর করে সিলেটকে হারাল চট্টগ্রাম। অন্য ম্যাচগুলোতে টান টান উত্তেজনার লড়াইয়ের পর জয় পেল খুলনা, ঢাকা মেট্রো এবং রংপুর।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট আউটার স্টেডিয়ামে খেলতে নামে চট্টগ্রাম ও সিলেট। ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ২৭ বলে অর্ধশত পূর্ণ করেন তিনি। ৮ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৬৫ রান করে তোফায়েল আহমেদের বলে ক্যাচ আউট হন তামিম।
জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রানেই থামে সিলেটের ইনিংস। ফলে সিলেটকে ১২ রানে হারায় চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান আসে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। ১২ বলে ১৮ রান করেন সাব্বির হোসেন। সিলেটের হয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।
রান তাড়ায় নামা সিলেটের হয়ে অনেকটা একাই লড়েন ওপেনার তৌফিক খান তুষার। ৭ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৭৬ রান আসে তার ব্যাট থেকে। কিন্তু দলের দ্বিতীয় সর্বোচ্চ তোফায়েল আহমেদ করেন ১১ বলে ১৪ রান। চট্টগ্রামের হয়ে তিন উইকেট করে নেন হাসান মুরাদ ও নাঈম হাসান।
অন্যম্যাচে মূল মাঠে বরিশালের বিপক্ষে ১ রানে জয় পেয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে খুলনা। ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি বরিশাল। খুলনার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাটে। ৩৫ বলে ৩৯ রান করেন তিনি। ৮ বলে ১৭ রান আসে জিয়াউর রহমানের ব্যাটে। ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।
রান তাড়ায় নামা বরিশালের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার আব্দুল মজিদ। ৫৩ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষদিকে ২৭ বলে ৪৩ রান করেন মঈন খান। তবে সেটি দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। খুলনার হয়ে দুই উইকেট করে নেন নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানা।
আরেক ম্যাচে ফরহাদ রেজার ঝড়ো ব্যাটিংও জেতাতে পারেনি রাজশাহীকে। রংপুরের হয়ে চার উইকেট পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সমান উইকেট পেয়েছেন ঢাকা মেট্টোর শহীদুল ইসলামও।
সিলেটের একাডেমি মাঠে ঢাকার বিপক্ষে বৃষ্টি আইনে ২১ রানে জয় পেয়েছে রংপুর বিভাগ। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে ঢাকা। পরে ১৭ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ঢাকা ১১২ রান করলে বৃষ্টি নামে। রংপুরের হয়ে সর্বোচ্চ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। ৩৯ বল খেলে ৪৫ রান করেন তিনি। ২১ বলে ২০ রান করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ঢাকার হয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট নেন তাইবুর রহমান।
রান তাড়ায় নেমে ঢাকার কোন ব্যাটারই হাল ধরতে পারেননি। ১৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আশিকুর রহমান শিবলী। ৪ ওভারে ২১ রান দিয়ে রংপুরের হয়ে চার উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
দিনের শেষ ম্যাচে রাজশাহীকে ৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। ওই রান তাড়ায় নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান করে রাজশাহী। শুরুতে ব্যাট করা ঢাকা মেট্রোর হয়ে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নাঈম শেখ। ১৮ বলে ৩১ রান করেন গাজী তাহজিবুল ইসলাম।
৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ঢাকা মেট্রোর পক্ষে ৩ উইকেট পান মোহর শেখ। রান তাড়ায় নামা রাজশাহীর হয়ে চেষ্টা চালান ফরহাদ রেজা। কিন্তু ৩৫ বলে তার ৬০ রানের ইনিংস দলকে জেতাতে পারেনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে মেট্টোর পক্ষে চার উইকেট নেন শহীদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম বনাম সিলেট
টস- সিলেট
ফল: চট্টগ্রাম ১২ রানে জয়ী
চট্টগ্রাম: ১৪৫/৯ (১৫ ওভার), তামিম- ৬৫(৩৩), জয়- ২৯(১৭), সাব্বির ১৫(১২)
বোলিং: খালেদ ৩-০-১৯-৪, তোফায়েল ৩-১-১৭-২, আবু জায়েদ ৩-০-৩৫-১
সিলেট: ১৩৩/১০ (১৪.২ ওভার), তুষার- ৭৬ (৩৬), আকবর- ১৩ (১৭), তোফায়েল- ১৪ (১১)
বোলিং: হাসান মুরাদ ৩-০-৩৫-৩, নাঈম হাসান ৩-০-১৭-৩
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ- তামিম ইকবাল খান (চট্টগ্রাম)।
খুলনা বনাম বরিশাল
টস- বরিশাল
ফল- খুলনা ১ রানে জয়ী
খুলনা: ১৩৯/৯ (২০ ওভার), বিজয়- ২৪ (১৮) সোহান- ৩৯ (৩৫), জিয়াউর- ১৭ (৮)
বোলিং: রাব্বি ৪-০-২৩-৪, তানভীর ৪-০-১৪-১
বরিশাল : ১২৯/৯ (২০ ওভার), মাজিদ- ৫১(৫৩), মনি ৪৩ (২৭)
বোলিং: নাহিদ ৪-০-১১-২, রানা ৪-০-২৫-২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ: মেহেদী হাসান রানা (খুলনা)।
রংপুর বনাম ঢাকা
টস: ঢাকা
ফল: বৃষ্টি আইনে রংপুর ২১ রানে জয়ী
রংপুর: ১৪০/৫ (২০ ওভার), আরিফুল ৪৫ (৩৯), আকবর- ২৮ (২২), এনামুল- ২৬ (১৭)
বোলিং: ইকবাল ৪-০-১৯-১, তাইবুর ৩-০-১৭-১
ঢাকা: ১১২/৯ (১৭ ওভার), আরাফাত ১৮ (১৮), শিবলি ১৭ (১৬)
বোলিং: রিজওয়ান ৪-০-২১-৪, মুগ্ধ ৪-০-৩৪-২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ: চৌধুরি মো. রিজওয়ান (রংপুর)।
ঢাকা মেট্রো-রাজশাহী
টস: রাজশাহী
ফল: ঢাকা ৫ রানে জয়ী
ঢাকা: ১৬২/১০ (১৯.৫ ওভার), নাঈম শেখ- ৪৩(২৩), তাজিবুল- ৩১(১৮)
বোলিং: মোহর ৩.৫-০-৩৭-৩, নাহিদ ৪-০-৩৩-২
রাজশাহী: ১৫৭/১০ (২০ ওভার), ফরহাদ- ৬০ (৩৫), হাবিবুর- ৩৩(২৩)
বোলিং: শহিদুল ৪-০-২৯-৪, রনি ৪-০-২৩-২, রাকিবুল ৪-০-২৭-২