আর্চারি লিগে বিকেএসপি ও আর্মি সেরা
বাংলাদেশ লিগ আর্চারির চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা শেষে রিকার্ভ ডিভিশনে সেরা হয়েছে বিকেএসপি-১ দল। অন্যদিকে কম্পাউন্ড বিভাগে সেরা হয়েছে আর্মি আর্চারি ক্লাব।
গতকাল বৃহস্পতিবার টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে চূড়ান্ত রাউন্ডের খেলা শেষে রিকার্ভ ডিভিশনে ৬০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় বিকেএসপি-১ দল। ৫৬ পয়েন্ট নিয়ে লিগ রানার্সআপ হয় বাংলাদেশ বিমানবাহিনী। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার।
কম্পাউন্ড বিভাগে বাংলাদেশ আর্মি ৫৬ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়। ৫০ পয়েন্ট নিয়ে বিমানবাহিনী রানার্সআপ ও ৪২ পয়েন্ট নিয়ে আনসার তৃতীয় হয়।
বছরে চার ধাপে চার রাউন্ডের খেলা শেষে সার্বিক ফলাফলের ভিত্তিতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারিত হয়। বিকেএসপির রিকার্ভ আর্চার সাগর ইসলাম বলেন, ‘প্রথম দুইটা রাউন্ডে খুব কঠিন পরিস্থিতি ছিল। তৃতীয় রাউন্ডে আমরা, পুলিশ ও বিমানবাহিনী একই অবস্থানে ছিলাম। সেখান থেকে এভাবে কামব্যাক করতে পেরে খুশি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক কঠিন পরিশ্রম করেছি আমরা। সেই পরিশ্রমের জন্যই অনেক কঠিন লড়াই শেষে আমরা সেরা হতে পেরেছি।’