টানা তিন ম্যাচে ঢাকা মেট্রোর জয়
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় দিনে টানা তিন ম্যাচে জয় পেয়েছে ঢাকা মেট্রো। এবার তাদের জয়ের নায়ক স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রানে দিয়ে তিনি ৩ উইকেট নেন। অন্য ম্যাচগুলোতে টান টান উত্তেজনার লড়াইয়ের পর জয় পেয়েছে রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের ম্যাচে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো ৯ উইকেটে ১৪৬ রান করে। খুলনা জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি। ঢাকা মেট্রোর জয়ের নায়ক স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। খুলনার হয়ে শুরুর দিকে ব্যাটসম্যানরা রান না করলেও শেষ দিকে লড়াই করেন সোহান, নাহিদুল, মৃত্যুঞ্জয়, জিয়াউর রহমানরা। সোহান ১৪, নাহিদুল ১৬, জিয়াউর ১৭ ও মৃত্যুঞ্জয় ১৩ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আজিজুল হাকিম তামিম।
এর আগে ঢাকা মেট্রোকে ভালো শুরু এনে দেন ইমরানউজ্জামান। ২৮ বলে ৪৬ রান করেন তিনি। এছাড়া নাঈম শেখ ২১ বলে ২৫, আনিসুল ২১ বলে ২২ ও শামসুর রহমান ১৮ বলে ২৬ রান করেন। খুলনার হয়ে পেসার মেহেদী হাসান রানা ২৫ রানে নেন ৩ উইকেট।
আরেক ম্যাচে ঢাকা বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। জয়ের নায়ক পেসার ফাহাদ হোসেন। বাঁহাতি পেসার ১১ রানে ৪ উইকেট নিয়ে ঢাকা বিভাগকে গুটিয়ে দেয় মাত্র ৬৪ রানে। নতুন বলে ফাহাদের শুরুর আক্রমণে দিশেহারা হয়ে যায় ঢাকা বিভাগ। শুরুর ৪ ব্যাটসম্যানকেই আউট করেন বাঁহাতি পেসার। তার শুরুর ধাক্কার পর ম্যাচে ফিরতে পারেনি ঢাকা বিভাগ।
ঢাকার হয়ে একমাত্র দুই অঙ্কের ঘর পেরিয়েছেন তাইবুর রহমান। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান আসে মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাট থেকে। বাকিরা এসেছেন আর ফিরেছেন। ফাহাদ বাদে ২টি করে উইকেট নিয়েছেন ইরফান, শরিফ ও মাহমুদুল জয়। লক্ষ্য তাড়ায় ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। জয় ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। তামিম ছিলেন ধীরস্থির। ৪ বাউন্ডারিতে ২৯ বলে করেন ২১ রান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ফাহাদ। চট্টগ্রামের তিন ম্যাচে এটি দ্বিতীয় জয়।
এছাড়া একাডেমি মাঠে রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে বরিশাল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল।
লম্বা চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮০ রান করেন তিনি। ৩৩ বলে ৪৭ রান করেন হাবিবুর রহমান সোহান। বরিশালের হয়ে দুই উইকেট করে নেন মেহেদী হাসান ও মঈন খান। রান তাড়ায় নেমে ৭৯ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ২৪ বলে ৩৫ রান করে ইফতেখার হোসেন ইফতি আউট হন। আরেক ওপেনার আব্দুল মজিদ ৩৯ বলে করেন ৫৩ রান। তাদের বিদায়ের পর বরিশালকে জয়ের পথে এগিয়ে নেন ফজলে মাহমুদ রাব্বি। ৩৪ বলে ৫৬ রান করে শফিকুল ইসলামের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে শেষদিকে সালমান হোসেনের ১২ বলে ২১ ও মঈন খানের ৮ বলে ১৫ রানের ইনিংসে জয় পায় বরিশাল।
মূল মাঠে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। ওই রান তাড়ায় নেমে ১৫ ওভার ৪ বল খেলেই জয় পায় রংপুর। সিলেটের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তোফায়েল আহমেদ। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। ২৫ বলে ৩১ রান করেন ওপেনার জিসান আলম। রংপুরের হয়ে ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট তুলে নেন আরিফ আহমদ, দুই উইকেট নেন এনামুল হক। রান তাড়ায় নেমে রংপুরের হয়ে ৩৫ বলে ৫০ রান করে আউট হন নাঈম ইসলাম। ১২ বলে ২৯ রান করেন আব্দুল্লাহ আল মামুন। সিলেটের হয়ে ৩ ওভারে ১০ রান দিয়ে দুই উইকেট পান পেসার এবাদত হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম বনাম ঢাকা
টস- চট্টগ্রাম
ফল: চট্টগ্রাম ১০ উইকেটে জয়ী
ঢাকা : ৬৪/১০ (১৬.৪ ওভার), তাইবুর- ৩০ (৪৩)
বোলিং: তাইবুর ৪-১-১১-৪, ইরফান ২.৪-০-১৩-২
চট্টগ্রাম: ৬৫/০ (১১ ওভার), তামিম- ২১(২৯), জয়- ৪৪(৩৭)
বোলিং: ইকবাল ২-০-১০-০, অপু ৩-০-১২-০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ- ফাহাদ হোসেন (চট্টগ্রাম)।
খুলনা বনাম ঢাকা মেট্রো
টস- খুলনা
ফল- ঢাকা মেট্রো ৬ রানে জয়ী
ঢাকা মেট্রো: ১৪৬/৯ (১৮ ওভার), ইমরানউজ্জামান ৪৬(২৮), নাঈম শেখ- ২৫(২১)
বোলিং: রানা ৪-০-২৫-৩, আল আমিন ৩-০-২৩-২, মৃত্যুঞ্জয় ৩-০-২৮-২
খুলনা: ১৪০/৮ (১৮ ওভার), তামিম- ২৯(১৭), জিয়াউর- ১৭ (১৪)
বোলিং: অ্যালিস ৪-০-২৪-৩, রাকিবুল হাসান ৪-০-২২-২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ: অ্যালিস ইসলাম (ঢাকা মেট্রো)।
রাজশাহী-বরিশাল
টস: রাজশাহী
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী
বরিশাল: ১৮৪/৫ (২০ ওভার), শান্ত- ৮০ (৫৪), হাবিবুর- ৪৭ (৩৩)
বোলিং: মইন ৪-০-২২-২, মেহেদী ৪-০-৩৬-২
রাজশাহী: ১৮৮/৫ (১৯.৩ ওভার), মাজিদ- ৫৩ (৩৯), রাব্বি- ৫৬ (৩৪), ইফতেখার- ৩৫ (২৪)
বোলিং: শফিকুল ৪-১-৩৬-১, মোহর ৪-০-৪০-১, কিবরিয়া ৩.৩-০-৩১-১
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বী (বরিশাল)।
সিলেট-রংপুর
টস: রংপুর
ফল: রংপুর ৫ উইকেটে জয়ী
সিলেট: ১২০/৬ (২০ ওভার), তোফায়েল- ৫৪(৩৮), জিসান- ৩১(২৫)
বোলিং: আরিফ ৪-০-১৭-২, এনামুল ৩-০-১০-২
রংপুর: ১২৪/৫ (১৫.৪ ওভার), নাঈম- ৫০(৩৫), মামুন- ২৯(১২)
বোলিং: এবাদত ৩-০-১০-২, রাহতুল ০.৪-০-৬-১
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যান অব দ্যা ম্যাচ: নাঈম ইসলাম (রংপুর)।