সৌম্যর হুঙ্কার- টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারাতে পারব
ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। সাদা পোশাকের পর রঙিন পোশাকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। ছোট ফরম্যাটে মাঠে নামার আগে ক্যারিবিয়ানদের আরামে হারানো সম্ভব বলে মনে করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার।
টি-টোয়েন্টি অনুশীলনের পর দলের ওপেনার সৌম্য বলেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবো আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে (টি-টোয়েন্টি সিরিজে)। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু সম্ভব।’
গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তার হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’
সৌম্যরা আশা তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ফর্মে ফিরবেন পরবর্তী সিরিজে, ‘আরেকটা ব্যাপার হলো, ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম। কিন্তু শেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো ব্যাপার আছে, আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু সংগ্রাম করেছে।’
সৌম্য আরও বলেন, ‘আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই। যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি। এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’