মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করার পর এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশ প্রথমে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। পরে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ১২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের বোলিংয়ে নিশিতা আক্তার একাই ৫ উইকেট নেন। ব্যাটিংয়ে জান্নাতুল মাওয়া ৪৫ রান এবং সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ রান করেন। ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর মাওয়া ও সাদিয়ার মধ্যে ৪৪ বলে ৬২ রান যোগ হয়। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ এবং মোসাম্মদ ইভা ১৯ রান করেন, ফলে ৪৫ রানের উদ্বোধনী জুটি হয়।
এখন সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপালও শ্রীলংকাও সুপার ফোরে পৌঁছেছে। এই চার দলের মধ্যে শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে খেলবে।