লজ্জার রেকর্ড এড়িয়ে সিরিজ জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

লজ্জার রেকর্ড এড়িয়ে সিরিজ জয়ের প্রত্যাশায় বাংলাদেশ

ক্যারিবীয়দের সঙ্গে ৭ রানের নাটকীয় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে টি-২০ ফরম্যাটে লজ্জার এক রেকর্ড এড়িয়ে সিরিজ জয়ে আশাবাদী লাল-সবুজের দল।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলাটি আরম্ভ হবে। নাগরিক টিভি ও টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

১৪৭ রানের পুঁজি নিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের আগে টাইগারদের দখলে ছিল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। আন্তর্জাতিক টি-২০তে সর্বাধিক ১০৭টি ম্যাচ হারের নজির দলটির নামের পাশে বসেছিল। সফরকারীদের কাছে আগের খেলায় হেরে তাদের সঙ্গে যৌথভাবে সেই রেকর্ডে ভাগ বসিয়েছে ১০৭টি ম্যাচ হারা উইন্ডিজ।

আগামীকালকের ম্যাচে যারা হারবে, তারা আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এককভাবে দখলে নেবে। বর্তমানে শ্রীলংকা ১০৪টি, জিম্বাবুয়ে ১০৩টি করে ম্যাচ হেরে যথাক্রমে রেকর্ডের দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ স্থানে আছে ৯৮ ম্যাচ হারা পাকিস্তান।

প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেছিলেন,  ‘আমি চাই আমার দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখাচ্ছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে।এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।’