১২৯ রানের পুঁজি বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করেছে বাংলাদেশ।

দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ ও জাকের আলি অনিক করেন ২১ রান।     

প্রথম ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ এ ম্যাচে  একটি পরিবর্তন এনেছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। এই প্রতিবেদন লেখার সময় স্বাগতিকরা ৮ ওভারে ৪১ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট।