ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়েছে টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে সফরকারীদের।
এদিন মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে মাত্র ১০২ রানে গুটিয়ে গেছে।
সিরিজের প্রথম টি–টোয়েন্টি তারা জিতেছিল ৭ রানে।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ ও জাকের আলি অনিক করেন ২১ রান।
রান তাড়া করতে নেমে ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজ ও আকিল হোসেন তাদের খানিকটা আশা দেখাচ্ছিলেন। তবে চেজ ৩৪ বলে ৩২ রানে ফেরেন। তাতে ৮৯ রানে সপ্তম উইকেট হারায় ক্যারিবীয়রা।
আকিল হোসেন দশম ব্যাটার হিসেবে ফিরলে স্বাগতিকদের সব আশা শেষ হয়ে যায়। ৩২ বলে দুই ছক্কায় তিনি করেন ৩১ রান।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নেন শেখ মেহেদি, তানজিম সাকিব ও রিশাদ হোসেন। ম্যাচসেরা হয়েছেন শামীম হোসেন।
২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। আর দেশের বাইরে কোনো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ২০২২ সালের পর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য প্রথম।
আগামী শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।