বিপিএল নিয়ে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি
মাঠের লড়াই ৩০ ডিসেম্বর শুরু হলেও বিপিএলের এবারের আসর এরই মধ্যে জমে উঠেছে। মিরপুরে অনুষ্ঠিত হলো বিপিএল টি২০ মিউজিক ফেস্ট।
সোমবার বিপিএলের আসন্ন আসর উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবি সভপতি ফারুক আহমেদ।
বিপিএল নিয়ে আশার কথা শুনিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা ফাইনালি ২০২৫-এর বিপিএলের খুব কাছাকাছি। খুবই ভালো লাগছে। খেলা শুরু হবে ৩০ তারিখ। আজ মিউজিক ফেস্ট শুরু হলো। যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ।
তিনি আরো বলেন, এবারের বিপিএল নিয়ে অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট শুরু করবো। আশা করবো সবাই যেন খুব ভালোভাবে অংশ নেয়।
বিপিএলের এবারের আসরের অনেক কিছুতেই থাকছে জুলাই বিপ্লবের ছাপ। মিউজিক ফেস্টের অনুষ্ঠানেও নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।