বিপিএলের ১১তম আসর শুরু আজ

বরিশাল অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর মাঠে গড়াবে আজ (সোমবার) থেকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

মিরপুর ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এবারের আসরে খেলবে ৭টি দল।

ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে হবে দ্বিতীয় পর্ব। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে ১২টি ম্যাচ। এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে হবে ১২টি ম্যাচ।

বিপিএলের শেষ পর্ব হবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিপিএলকে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে যুব উৎসব অনুষ্ঠান, মাসকট উন্মোচন এবং তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্টের আয়োজন করেছে বিসিবি। তারা এবারের বিপিএলকে দর্শকদের সামনে অন্যরকমভাবে মেলে ধরতে চায়।