শাকিব খানের ঢাকাকে সহজেই হারাল রংপুর
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়ে এবারের বিপিএল মিশন শুরু করল ফেভারিট রংপুর রাইডার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (৩০ ডিসেম্বর) প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ৪০ রানের বড় জয় তুলে নিয়েছে দলটি।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯১ রানের পুঁজি গড়েছিল ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৫১ রানে আটকে গেছে ঢাকা।
দিনের প্রথম ম্যাচে ১৯৭ রানের পুঁজি নিয়েও ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছিল দুর্বার রাজশাহী। সন্ধ্যায় শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সও আগে ব্যাট করে পায় বড় পুঁজি। তবে তাদেরকে রাজশাহীর মতো ভাগ্য বরণ করতে হয়নি।
ঢাকা তাদের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসের ব্যাটে ভালো শুরুই পেয়েছিল। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান যোগ করেন দুজন। কিন্তু তানজিদ ২১ বলে ৩০ ও লিটন ২৭ বলে ৩১ রানে ফেরার পর দলটির কেউই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
রংপুরের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল নাম মাহেদি হাসান। ৪ ওভারে ২৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা সিরিজেও দারুণ ছিল তার পারফরম্যান্স। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে সেই ধাক্কাটা দারুণভাবে সামলে নেন ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রান যোগ করেন দুজন। পরে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ পঞ্চম উইকেটে ১৮ বলে ৪১ রান যোগ করেন। সাইফ ৩৩ বলে ৪০, ইফতিখার ৩৮ বলে ৪৯ রান করেন।
পরে খুশদিল খেলেন ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস। বোলিংয়েও ২ উইকেট পাওয়ায় ম্যাচসেরা হয়েছেন তিনি। সোহানের ব্যাট থেকে আসে ১১ বলে ২৫ রান। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু সর্বাধিক ৩ উইকেট নেন।