ক্রিকেটাররা টাকা না পেলেও প্রশ্ন তুলতে নারাজ বিজয়

ক্রিকেটাররা টাকা না পেলেও প্রশ্ন তুলতে নারাজ বিজয়

‘না, আমরা এখনো পাইনি। কেউই পায়নি। আমার মনে হয়, মাত্র শুরু হয়েছে বিপিএলটা। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর আসছে। আমরা ইতিবাচকভাবে চিন্তা করি। একটা গোছালো পরিবেশ তৈরি হবে।’

ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারিশ্রমিক না পাওয়া প্রসঙ্গে এ কথাগুলো বলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে চিন্তার বিষয়ে তিনি সবাইকে তাগিদ দেন।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারকে তাদের পারিশ্রমিকের ৫০ শতাংশ বুঝিয়ে দিতে হবে। ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন এবং শেষে কিস্তি বিপিএল শেষের পর বুঝিয়ে দিতে হবে। অথচ বিপিএল শুরু হলেও সাত ফ্র্যাঞ্চাইজির কোনো ক্রিকেটার তাদের পারিশ্রমিকের কিছুই পাননি।  

এনামুল হক বিজয় দিলেন আরেকটি বিস্ময়কর তথ্য। তার ভাষ্য, ‘আমাদের কিন্তু ড্রেসও এসেছে অনেক দেরিতে। অনেকের গিয়ারস (ক্রিকেটের সরঞ্জাম) এসেছে দেরিতে। তো বিপিএলটা আমরা ইতিবাচকভাবে নিতে চাই। অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা অবশ্যই ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়সাপেক্ষের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথভাবে ব্যবস্থা করেছে।’

২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে খেলা বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিকে মামলার হুমকি দিয়েছিল ফিকা। এক যুগ পেরিয়ে গেলেও বিষয়টির স্থায়ী সুরাহা হয়নি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়া যেন অবধারিত এক ঘটনা। গত আসরে খেলা ১৫ বিদেশি ক্রিকেটার সময় মতো নিজেদের অর্থ বুঝে পাননি। ক্রিকেটারদের অধিকার আদায়ের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ফিকা) কাছে তারা অভিযোগ করেছিলেন।