উসমানের ব্যাটে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি
বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। চট্টগ্রাম কিংসের হয়ে শুক্রবার (৩ জানুয়ারি) দুর্বার রাজশাহীর বিপক্ষে ৬২ বলে ১২৩ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।
২০২৩ বিপিএলেও সেঞ্চুরি করা উসমান এদিন ১৩ চারের সঙ্গে ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। বিপিএলের ইতিহাসে এটি ৩৩তম সেঞ্চুরি।
উসমানের সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মোহাম্মদ মিথুনের ১৫ বলে ২৮ ও হায়দার আলির ৮ বলে অপরাজিত ১৯ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। বিপিএল চলতি আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বড় লক্ষ্য তাড়ায় ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। ফলে ১০৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।
খুলনার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা চট্টগ্রামের এটি প্রথম জয়।