উসমানের রানটাই করতে পারল না রাজশাহী
পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম কিংস।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার (৩ জানুয়ারি) টুর্নামেন্টের সপ্তম ম্যাচে চট্টগ্রাম ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।
বিপিএল ইতিহাসে রানের হিসেবে যৌথভাবে দ্বিতীয় বড় জয়ের রেকর্ড এটি। ১০৫ রান জয় আছে ঢাকা ডায়নামাইটস (২০১৯) ও কুমিল্লা ওয়ারিয়র্সের (২০১৯)। বিপিএলে রেকর্ড ১১৯ রানের বড় ব্যবধানে জয় চট্টগ্রাম ভাইকিংসের (২০১৩)।
আজ আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রানের পুঁজি গড়ে চট্টগ্রাম। ওপেনার উসমান খেলেন ৬২ বলে ১২৩ রানের ইনিংস। ১৩ চারের সঙ্গে ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।
২২০ রানের বড় লক্ষ্য তাড়ায় উসমানের রানটাই করতে পারেনি রাজশাহী। ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় দলটি। ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস ১৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৩২ রান করেন। মিডল অর্ডারে আকবর আলি ১৮, ইয়াসির আলি ১৬ ও সোহাগ ১১ রান করেন।
চট্টগ্রামের দুই স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলাম ৩টি করে এবং দুই পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল চট্টগ্রাম। তৃতীয় ম্যাচে দ্বিতীয় হার রাজশাহীর।