সাকিব-মাহমুদউল্লাহ কি বিসিবির চুক্তিতে থাকবেন?
বাংলাদেশের অন্যতম দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুজনই এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। তাই তো এই দুই ক্রিকেটারকে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে কি না, তা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেকে (বিসিবি)।
এই দুজনেরই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে যথেষ্টই।
জাতীয় দলের নির্বাচন কমিটি কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে কাজ করছে বলে জানা গেছে। তবে সাকিব ও মাহমুদউল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে কি না, এই বিষয়ে তারা বিসিবি উচ্চ পর্যায়ের পরিস্কার বার্তার অপেক্ষায় রয়েছে। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইংরেজী দৈনিক ডেইলি সান।
সাকিব ও মাহমুদউল্লাহ- দুজনই টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। এখন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন তারা। ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন দুজন। তবে পুরোপুরি যে পরিস্কর করেছেন, এমনটা নয়।
বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে কাজ করছে এমন একটি সূত্র জানিয়েছে, তারা সাকিব-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিস্কার নয়। তবে তারা যদি চ্যাম্পিয়নস ট্রফির পর অবসর নেন, তাহলে তাদের প্রথম ৬ মাসের চুক্তিতে রাখা হবে। পুরো বছরের চুক্তিতে তারা থাকতে পারবেন না।