সৌদিতে নতুন জীবন শুরু করেছি: রোনালদো

সৌদিতে নতুন জীবন শুরু করেছি: রোনালদো

কাতার বিশ্বকাপের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে চুক্তি বাতিল করে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রি এজেন্টে থাকা সিআরসেভেনের সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে পর্তুগিজ মহাতারকার। তবে এখনই ক্লাবটি না ছাড়ার ইঙ্গিত তার, দলটির হয়ে জিততে চান আরও শিরোপা।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা দিতে চলা রোনালদো লিগের ইন-হাউস মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, ‘এখানে আমি খুশি এবং আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা একটি নতুন জীবন শুরু করেছি। জীবন সুন্দর, ফুটবল সুন্দর।’

‘ব্যক্তিগত এবং দলগতভাবে আমরা ভালো খেলছি এবং উন্নতি করছি। আমার জন্য এটা সম্মানের বিষয় যে লিগে নতুন নতুন তারকা খেলোয়াড় আসেছে, লিগও সমৃদ্ধি পাচ্ছে, আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আগামী ৫-১০ বছরে আশা করি এই লিগ অনেকদূর এগিয়ে যাবে।’

‘যখন শিরোপা জিতবেন তখন জিনিসগুলো অনেকবেশি সহজ হয়ে যায়। এখানে প্রথম বছর প্রথম ট্রফি জেতার বিশেষত্ব ছিল অসাধারণ। আমি আরও চাই। আল নাসেরকে শিরোপা জেতাতে নিজের সেরাটা দিয়ে সাহায্য করতে থাকব। আমার বিশ্বাস, এই বছরটি আল নাসেরের জন্য দারুণ কিছু হতে চলেছে।’

আল নাসেরের হয়ে স্বপ্ন নিয়ে রোনালদো বলেছেন, ‘এখানে আল হিলাল এবং আল ইত্তিহাদের মতো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন, কিন্তু আমরা এখনও সেটি করে চলেছি, লড়াই করছি। ফুটবল এমনই, ভালো মুহূর্ত-খারাপ মুহূর্ত আছে, কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেশাদার হওয়া।’

‘কঠোর চাপ নিতে আমি প্রস্তুত, ক্লাবকে সম্মান করা এবং চুক্তিকে সম্মান করতে হবে। বিশ্বাস রাখতে হবে জিনিসগুলো পরিবর্তন হবে, আল নাসেরের জন্য শিরোপা জিততে হবে। (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ এমন একটি জিনিস যা আমি ক্লাবের হয়ে জিততে চাই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাপ সামাল দিয়ে পেশাদার হওয়া।’