অপ্রতিরোধ্য মোহামেডান, তবু আলফাজ বলছেন— খুশি হওয়ার কিছু নেই
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৬ ম্যাচের সব জিতে টেবিলে শীর্ষে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমের লিগে এখন পর্যন্ত তারাই একমাত্র দল যারা কোনো পয়েন্ট হারায়নি।
দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী বসুন্ধরা কিংস ও তৃতীয় রাউন্ডে আবাহনী লিমিটেডকে হারিয়েছে দলটি। গতকাল সবশেষ চট্টগ্রাম আবাহনীকে ভাসিয়েছে গোলবন্যায়। এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের কারণে সাদা-কালো জার্সিধারীরা লিগ জয়ের পথে অনেকটা এগিয়ে গেল কি না, এই আলোচনাও শুরু হয়ে গেছে।
কিন্তু মোহামেডান কোচ আলফাজ আহমেদ এমন আলোচনায় কান দিতে নারাজ। তার সোজাসাপ্টা কথা, ‘খুশি হওয়ার কিছু নেই।’
৬ ম্যাচে ৬ জয় নিয়ে জানতে চাইলে আলফাজ বলেন, ‘জয় এলে ভালো লাগে। ধারাবাহিকতা ধরে রাখতে পারছি, এটাই ভালো লাগার। তবে খুশি হওয়ার কিছু নেই। খেলা তো এখনো শেষ হয়নি।’
তিনি বলেন, ‘প্রথম লেগে আরও তিনটি ম্যাচ আছে। দ্বিতীয় লেগ তো পুরোটাই পড়ে আছে। আমরা ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চাই। সামনে এই চেষ্টাই থাকবে।’
এই মুহূর্তে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট মোহামেডানের। সবশেষ পাঁচ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এরই মধ্যে ৮ পয়েন্ট পেছনে পড়ে গেছে। ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। আবাহনী পিছিয়ে আছে ৫ পয়েন্টে। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীদের থেকে এতটা এগিয়ে গেলেও আলফাজ বলছেন, ‘এখনো মোহামেডানের দুটি বড় ম্যাচ আছে। পরের দুটি ম্যাচ রহমতগঞ্জ ও ব্রাদার্সের বিপক্ষে। দেখা যাক ওদের সঙ্গে কী হয়। খেলা এখনো বাকি। চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ খেলার মোড় কখন কীভাবে ঘুরে যায়। আমাদের চেষ্টা থাকবে ধারাবাহিকতা ধরে রাখার।’
৬ ম্যাচের ৫টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মোহামেডানের ঘাড়ে তারা গরম নিশ্বাসই ফেলছে বলা চলে। চলতি মৌসুমে যারা বেশ কিছু বড় মুখকে দলে ভিড়িয়ে শক্তিশালী দলের তকমা পেয়েছে। এই দুই দলের মুখোমুখি লড়াইটা তাই খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
আলফাজ রহমতগঞ্জ ম্যাচের সঙ্গে ব্রাদার্স ম্যাচটাকেও সমান গুরুত্বপূর্ণ মনে করছেন, ‘রহমতগঞ্জ ও ব্রাদার্স- দুই ম্যাচকেই আমি বড় ম্যাচ হিসেবে দেখছি।’
ব্রাদার্স ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে।
লিগে রহমতগঞ্জ ও বাদ্রার্সের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আগামী মঙ্গলবার ফেডারেশন কাপে মোহামেডানের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড।