হেলসের বিধ্বংসী শতকে সিলেটকে উড়িয়ে রংপুরের চারে চার

হেলসের বিধ্বংসী শতকে সিলেটকে উড়িয়ে রংপুরের চারে চার

ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে বিপিএল এখন সিলেটে। চায়ের রাজধানীতে এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুপুরে। ঘরের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে রনি তালুকদার, জাকির হোসেন, অ্যারন জোন্সদের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ গড়ে সিলেট। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন রংপুরের অ্যালেক্স হেলস। ইংলিশ এই ওপেনারের বিধ্বংসী সেঞ্চুরিতে ৬ বল হাতে রেখেই আসরে টানা নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর। 

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রংপুরের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সাবেক চ্যাম্পিয়নরা। তবে ওপেনার আজিজুল হাকিম তামিম সাজঘরে ফিরলেও আরেক ওপেনার অ্যালেক্স হ্যালস দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইংলিশ এই ক্রিকেটার। তার অপরাজিত শতকেই জয়ের বন্দরে ভিড়ে রংপুর। 

অবশ্য দলকে জেতাতে হেলসের সঙ্গে ব্যাত হাতে বড় ভূমিকা রেখেছেন সাইফ হাসানও। টাইগার এই ব্যাটার খেলেছেন ৪৯ বলে ৮০ রানের ইনিংস। দলের জয়ের ভিত গড়ে দিয়ে ইনিংসের শেষদিকে দলীয় ১৮৮ রানে আউট হন সাইফ। তবে সাইফ ফিরলেও নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন হেলস। শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০ চারের সঙ্গে ৭ ছয়ে তার খেলা এই ইনিংসের সুবাদেই ৬ বল হাতে রেখে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় রংপুর। 

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রসী ব্যাটিংয়ে খেলতে থাকে সিলেট। চার-ছক্কার বিনোদন দিয়ে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে স্বাগতিকরা। পঞ্চম ওভারের শেষ বলে আকিফ জাভেদের স্লোয়ার বুঝতে পারেননি মানজি। স্কটল্যান্ডের এই ওপেনার ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন, যা লুফে নেন আজিজুল হাকিম তামিম। ওপেনিং জুটিতে আসে ৪৭ রান। এরপর দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন রনি।

তবে অর্ধশতকের পর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি সিলেটের এই ওপেনার। শেখ মেহেদীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হন। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন রনি। তাতে ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। 

এরপর দ্রুত স্টার্লিং বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন জাকির। তার সঙ্গে হাত খুলে খেলতে থাকেন দলটির আমেরিকান ক্রিকেটার অ্যারন জোন্স। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পান জাকির। ৪টি ছক্কায় হাফ সেঞ্চুরি হাঁকানো জাকির ৩৮ বলে ৫০ রান করে সাইফউদ্দিনের ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান।

জাকির ফিরলেও জাকের আলী অনিকের ২০ রানের ক্যামিওতে দুইশ রান পার করে সিলেট। সঙ্গে ১৯ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন জোন্স। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পায় সিলেট। রংপুরের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন সাইফউদ্দিন।