হেরেই চলেছে ঢাকা, রংপুরের টানা পঞ্চম জয়
বোলারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে টানা পঞ্চম ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ৫ ম্যাচের সবগুলোতেই জিতলো রংপুর। অপরদিকে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার ইনিংস শেষ হয় ১১১ রানেই। এবারের বিপিএলে এখনও পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। রংপুর জিতে যায় ৪০ বল বাকি রেখেই।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান।
আগের ম্যাচের একাদশে ৬টি পরিবর্তন এনেছিল দলটি। এরপরও দলটি জয়ের দেখা তারা।
রান তাড়ায় অ্যালেক্স হেলস ছাড়া রংপুরের অন্য কেউ খুব ঝড় তুলতে পারেননি। তবে জিততে বেগও পেতে হয়নি তাদের। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান করেন হেলস।
তবে ২১ রান খরচায় ৩ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন রংপুরের নাহিদ রানা।