সিলেটকে সহজেই হারাল বরিশাল
দাপুটে পারফরম্যান্সে সিলেট স্ট্রাইকার্সকে সহজেই হারাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
আজ (মঙ্গলবার) সিলেটকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের দল। অন্যদিকে সিলেট তিন ম্যাচের সবগুলোতে হারের স্বাদ পেল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট অলআউট হয় মাত্র ১২৫ রানে। লক্ষ্য তাড়ায় বরিশাল জিতে যায় মাত্র ১০.৩ ওভারেই।
দুই ওপেনারকে দ্রুত হারালেও ঝড়ের বেগে দলকে লক্ষ্যে পৌঁছে দেন কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয়। ৫১ বলে ১১৬ রানের বিধ্বংসী জুটি গড়েন দুজন।
মেয়ার্স ৩১ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। তাওহিদ খেলেন ২৭ বলে ৪৮ রানের ইনিংস।
এর আগে জাহান্দাদ খান ও রিশাদ হোসেনের বোলিং তোপে পড়ে সিলেট। দুজনই নেন ৩টি করে উইকেট। অধিনায়ক আরিফুল হকের ২৯ বলে ৩৬ রানের ইনিংসটিই সিলেটের পক্ষে সর্বোচ্চ।
১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার জাহান্দাদ খান।