আবার হারল ঢাকা
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দুর্দশা কিছুতেই কাটছে না। একে একে টানা পাঁচ ম্যাচে হেরে বসল দলটি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চিটাগং কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা। আগে ব্যাট করে ১৭৭ রানের পুঁজি গড়লেও ম্যাচটি ৭ উইকেটে হেরেছে দলটি।
মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন চিটাগং ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল ঢাকা। সাব্বির রহমানের ৩৩ বলে অপরাজিত ৮২ ও তানজিদ হাসান তামিমের ৪৮ বলে ৫৪ রানে ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি গড়ে দলটি। চিটাগংয়ের পক্ষে ৩ উইকেট নেন খালেদ আহমেদ।
১৭৮ রানের লক্ষ্য তাড়ায় চিটাগং জয়টা পেয়েছে সম্মিলিত ব্যাটিংয়ে। দলটির টপ অর্ডারের সবাই রান করেছেন। সর্বোচ্চ ৩৩ বলে ৫৫ রান এসেছে ওপেনার উসমান খানের ব্যাট থেকে। অধিনায়ক মিঠুন ২২ বলে অপরাজিত ৩৩ ও শামিম হোসেন ১৪ বলে অপরাজিত ৩০ রানে ম্যাচ শেষ করেছেন। এছাড়া গ্রাহাম ক্লার্ক ৩২ বলে ৩৩ রান করেছেন।
বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন খালেদ আহমেদ।