কোহলিকে কাণ্ডজ্ঞানহীন আচরণ বাদ দিতে বললেন চ্যাপেল

কোহলিকে কাণ্ডজ্ঞানহীন আচরণ বাদ দিতে বললেন চ্যাপেল

কদিন আগেই শেষ হয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজের খেলা। ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগও হারিয়েছে ভারত। অজিদের বিপক্ষে এ সিরিজে বেশ কয়েকবারই আলোচনার জন্ম দিয়েছেন বিরাট কোহলি, তবে ব্যাট হাতে পারফর্ম করে খুব বেশি আলোচনার খোরাক হতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে খুব একটা জ্বলে ওঠতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে কোহলি রান করেছেন কেবল ১৯০। সেঞ্চুরি পেয়েছেন কেবল একটি। রান না পাওয়া কোহলিকে নিয়ে আলোচনাকে তাই সমালোচনাই বলতে চান অনেকেই।

কোহলিকে নিয়ে সমালোচনা হয়েছে ঢের। এসবের বেশ কিছুই তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট দিয়ে অজিদের হয়ে অভিষেক হয় স্যাম কনস্টাসের। ১৯ বছর বয়সী এই ওপেনার যখন লাল বলে নিজের ক্রিকেটে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন, তখন অহেতুক তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে সমালোচনার ক্ষেত্র তৈরি করে দেন।

এছাড়া সিরিজ হার যখন নিশ্চিত তখন ফিল্ডিংয়ের সময় নিজের পকেট ইশারা করে কোহলি দেখান যে তাঁর কাছে শিরিশ কাগজ নেই। এটা দিয়ে মূলত তিনি ২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার কেলেঙ্কারির বিষয়টি বুঝিয়েছেন। সেই ম্যাচে বল টেম্পারিং করেছিলেন অজিদের তিন ক্রিকেটার।

এছাড়া মাঠের বাইরেও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। নিজের সন্তানদের ছবি অনুমতি ছাড়াই তুলেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এমন অভিযোগে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে বচসা করেছেন তিনি। এছাড়া পুরো সিরিজেই তাঁর আউট হওয়ার ধরন নিয়ে আলোচনা হয়েছে। তিনি অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন বারবার।

পুরো সিরিজে কোহলি এমন ম্লান থাকায় অনেকেই তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। এদিকে কোহলিকে এমন সমুয়ে কিছু পরামর্শ দিয়েছেন অজিদের সাবেক কিংবদন্তি ইয়ান চ্যাপেল। অজিদের সাবেক এই অধিনায়ক মনে করে, কোহলির এখনো তাঁর পুরনো রূপে ফেরা সম্ভব। তবে এ জন্য তাঁকে আচ্রণ বদলাতে হবে।

ইএসপিএন ক্রিকইনফোতে লেখা কলামে চ্যাপেল লিখেন, ‘যুক্তরাজ্যে কোহলির অভিজ্ঞতা (ভারতের জন্য) অমূল্য ব্যাপার হবে। সমস্যায় থাকা দুজন খেলোয়াড়ের (রোহিত ও কোহলি) মধ্যে তার চেনা রূপে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তরুণ খেলোয়াড়দের মূল্যবান পরামর্শ দেওয়ার পাশাপাশি তার নিজেরও ফর্মে ফিরে ধারাবাহিক হতে হবে।’

চ্যাপেল লিখেন, ‘একই সঙ্গে কাণ্ডজ্ঞানহীন আচরণ বাদ দিতে হবে। যেমন এমসিজিতে কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া। কোহলি যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেলে, তাহলে তাকে ও রোহিতকে হারানোর ক্ষতি ভারতকে একটি কঠিন সফরের সামনে দাঁড় করিয়ে দেবে।’