ফুটবলে তারুণ্যের উৎসবের লোগো উন্মোচন
অর্ন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস তারুণের উৎসব ঘোষণা করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় অন্যান্য ফেডারেশনের মতো বাফুফেও এই উৎসবে শামিল হয়েছে। ইতোমধ্যে বাফুফে ক্ষুদ্র আকারে দু’টি তারুণ্যের উৎসবের কার্যক্রম করলেও এবার সারা দেশ ব্যাপী অনূর্ধ্ব-১৫ পর্যায়ে লিগ আয়োজন করবে। সেই লিগের আজ ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি সিলেট ভেন্যুতে এই লিগ প্রথমে শুরু হবে। সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এতে অংশগ্রহণ করবে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই পর্বের ফাইনাল ১ ফেব্রুয়ারি।
বাফুফে ভবন প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও ডিসপ্লের মাধ্যমে লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান হয়েছে। সিলেট পর্বের পর কোন জেলায় কবে খেলা সেই সূচি এখনো জানাতে পারেনি বাফুফে। যদিও বাফুফের প্রত্যাশ্যা অনূর্ধ্ব-১৫ লিগের মেধাবী ফুটবলারদের বাফুফে একাডেমী ছাড়াও দেশের বিভিন্ন একাডেমীতে এই ফুটবলারদের স্থান দেয়ার। পাশাপাশি এই টুর্নামেন্ট থেকে সাফের দল গঠনও করতে চায় ফেডারেশন।
বাফুফে ভবন প্রাঙ্গনে শামিয়ানা টানিয়ে এই লোগো ও ড্র অনুষ্ঠান হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার অনুপস্থিতিতে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকুছদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহিরসহ ফেডারেশনের একাধিক সহ-সভাপতি ও সদস্যবৃন্দ। নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম অনূর্ধ্ব-১৫ লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।