নারী বিপিএলের সূচি চূড়ান্ত, ৫ লাখ সর্বোচ্চ পারিশ্রমিক

নারী বিপিএলের সূচি চূড়ান্ত, ৫ লাখ সর্বোচ্চ পারিশ্রমিক

নারী বিপিএল শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন আলোচনা হয়েছে বেশ কিছুদিন ধরে। অবশেষে চলমান পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরই এই আসরের প্রথম আসর বসবে। জানা যায়, ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে নারী বিপিএলের প্রথম আসর। 

প্রথমবারের মতো বসতে যাওয়া নারীদের এই বিপিএল তিন দলে সীমাবদ্ধ হতে পারে। এ প্রসঙ্গে নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানান, 'ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। খোঁজ করা হচ্ছে চতুর্থ দলের। শেষ পর্যন্ত কেউ রাজি না হলে তিন দল নিয়ে নারী বিপিএলের সূচনা হবে।' 

এছাড়া কেমন হবে দল তা নিয়ে বাশার জানান,' প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। নীতিমালায় একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মও রাখা হচ্ছে। তবে বিদেশি ক্রিকেটার কোন মানের হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।' 

জানা যায়, নারীদের বিপিএলে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটেগরিতে। যদি তিন দল হয়ে থাকে তাহলে তিনজন আইকন ক্রিকেটার থাকবে। এবাদে এ, বি, সি ও ডি বাকি চার ক্যাটেগরি। যেখানে আইকন ক্রিকেটারের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ। 

এছাড়া 'এ' থেকে 'ডি' ক্যাটেগরিতে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা সম্মানী নির্ধারণ করা হতে পারে।

ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ে বাশার বলেন, 'আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দু’জন, বি গ্রেডে দু’জন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে টুর্নামেন্ট শেষ করতে পারে।'