বিপিএলে প্রশ্নবিদ্ধ বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন
বিপিএলের এগারতম আসরে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের পর চেনা ছন্দে রয়েছে চিটাগং কিংস। দলের মতো চেনা ছন্দে রয়েছে দলটির স্পিনার আলিস আল ইসলামও। তবে ফর্মের তুঙ্গে থেকেও প্রশ্ন উঠেছে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে। গত সোমবার দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগংয়ের একাদশে রাখা হয়নি তাকে, তবে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন এই রহস্য স্পিনারকে। জানা গেছে, তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ররা।
সব মিলিয়ে ৬ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। আলিস আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বলে জানান, বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এখনও অবশ্য তিনি খেলতে পারবেন তবে সতর্কতা হিসেবেই হয়তো আগের ম্যাচে তাকে খেলায়নি দল।’
২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক মৌসুমেই প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং। পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার আগেই চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান আট মাসের জন্য। পরবর্তীতে অ্যাকশন শুধরে মাঠে ফিরেছেন ঘরোয়া ক্রিকেট দিয়ে।
অবশ্য বোলিং অ্যাকশন প্রশবিদ্ধ হওয়া মানেই, বোলিং থেকে নিষিদ্ধ নয়। মূলত আম্পায়ারদের প্রশ্নের মুখে পড়াতেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আলিসকে। অবশ্য বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়া আলিসের জন্য নতুন কিছু নয়।