অলিম্পিয়ানদের মেলা বসবে ঢাকায়
এ বছর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসবে বাংলাদেশে। ২০২৩ সালের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে এই আয়োজক স্বত্ব পায় বাংলাদেশ। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন করতে বাংলাদেশ আর্চারি ফেডারেশন নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ঢাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে আর্চারি ফেডারেশন। চূড়ান্ত হয়েছে টাইটেল স্পন্সরও। জানা গেছে অনেক দিন ধরেই বাংলাদেশ আর্চারির সঙ্গে থাকা সিটি গ্রুপের ব্র্যান্ড ‘তীর’ থাকছে এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে। সব ঠিক থাকলে প্রতিযোগিতার নাম হবে ‘তীর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ’।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে কিন্তু বিশাল একটা মেলা বসবে। কোরিয়ার যত গোল্ড মেডালিস্ট আছেন, তারা সবাই খেলবেন। আর্চারির আরও বড় দেশ যারা- চীন, জাপান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তানের যে গোল্ড মেডালিস্ট, সবাই আসবে। অলিম্পিয়ানরা আসবে। আমরা হিসাব করেছি ১২-১৪ জন অলিম্পিয়ান আসবেন। অর্থাৎ অলিম্পিয়ানদের মেলা বসবে ঢাকায়।’
যোগ করেন, ‘প্রায় ৩০ থেকে ৩৫টি দেশের খেলোয়াড়রা আসবেন। যদি আসেন তাহলে এটি বাংলাদেশের বৃহত্তম একটি ফেস্টিভ্যাল হবে।’
বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ ও ২০২১ সালে এশিয়ান আর্চারির আসর বসেছিল ঢাকায়।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়দের কাছে রাজীব উদ্দিন আহমেদ চপল ভালো ফলাফল আশা করছেন। টুর্নামেন্টের আগে তাদের কীভাবে তৈরি করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ২০২৮ অলিম্পিককে লক্ষ্য করে আমাদের ট্রেনিং কর্মসূচি চালিয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে অন্য যেসব টুর্নামেন্ট থাকবে, সেগুলোতেও খেলোয়াড়রা অংশ নেবেন। তাদের যতটা সম্ভব ভালো সুযোগ-সুবিধা দেওয়া যায় সেই চেষ্টাই আমরা করে যাব।’