বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে যা বলছে বিসিবি
এবারের বিপিএল প্রায় শেষদিকে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে বিপিএলের উত্তেজনা ফের আসছে ঢাকায়। তবে টুর্নামেন্ট শেষদিকে এলেও এখনো ঠিকমতো পারিশ্রমিক পাননি বিভিন্ন দলের ক্রিকেটাররা। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনও বর্জন করেছিলেন।
এদিকে এখন পর্যন্ত রাজশাহী সব ক্রিকেটারকে ২৫ শতাংশ টাকা পরিশোধ করেনি বলেই খবর সংবাদমাধ্যমে। তবে বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবে বোর্ড।
বিসিবির সভা শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম গণমাধ্যমকে বলেন, 'এটা নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েট যে সিদ্ধান্তের কথা সেটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকলকে নিয়েই বসব। যাতে এটা স্পষ্ট থাকে, আমার কাছে মনে হয়েছে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমরা এসব দূরত্ব ক্লোজ করব।'
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব। আমরা ইতিমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষদের ডেকেছি। ইতিমধ্যে যেসব হয়েছে তা আমরা মেনে নিচ্ছি।’