দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা ভারতের

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা ভারতের

দক্ষিণ আফ্রিকার আইসিসির ইভেন্টে যেনো সেমিফাইনাল কিংবা ফাইনালে স্বপ্নভঙ্গের অন্য এক নাম। গত বছর নিউজিল্যান্ডের কাছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এদিকে পুরুষ ক্রিকেট দলও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে শিরোপা ছুঁতে পারেনি। এবার অনূর্ধ্ব-১৯  প্রোটিয়া মেয়েদের মন ভাঙল সেই ভারতের নারীরাই। 

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা।

পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পা দিয়েছিল ভারত। দুর্দান্ত ফর্মে ছিল দক্ষিণ আফ্রিকাও। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল প্রোটিয়ারা। তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। দলের মাত্র চারজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। 

দলীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে ভ্যান বুরস্টের ব্যাট থেকে। ১৫ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন গঙ্গাদি তৃষা। দুটি করে উইকেট নিয়েছেন সিসোদিয়া, শুকলা ও বৈষ্ণবী। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের ৮৩ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে তৃষার ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায়। ওপেনার কমলিনি ৮ রানে ফিরলেও তৃষা ও সানিকা জুটি ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৮ চারে ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন তৃষা, ২২ বলে ২৬ রানে তার সঙ্গী ছিলেন সানিকা। ১১ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

আর তাতে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ভারত। এর আগে ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় তারা। টুর্নামেন্টটির পরবর্তী আসর বসবে ২০২৭ সালে। যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।