হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী ফুটবলার সুমাইয়া
ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাসের মাধ্যমে নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া জানিয়েন, গত কয়েক দিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে সাফজয়ী ফুটবলার সুমাইয়া তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য লড়াই করেছি, এই বিশ্বাসে যে আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমার এবং আমার সতীর্থদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তা সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম ক্ষমতা আমার আছে। গত কয়েকদিন ধরে, আমি অসংখ্য মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- এমন কথা যা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে আমি কখনও কল্পনাও করিনি।’
সুমাইয়া আরও লিখেন, ‘আমি জানি না, এই আঘাত থেকে সারতে আমার কত সময় লাগবে। কিন্তু আমি জানি, যে কাউকে তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য এর মধ্য দিয়ে যেতে হবে না।’
সম্প্রতি ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে জাতীয় দলের ১৮ জন ফুটবলার বিদ্রোহের ডাক দিয়েছেন। সেই বিদ্রোহী ফুটবলারদের একজন সুমাইয়া। বিদ্রোহের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হচ্ছে ফুটবলারদের অনেককে।
রাতে এক বিবৃতিতে সুমাইয়াকে লক্ষ্য করে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বাফুফে।
এদিকে কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের ‘বিদ্রোহ’র ঘটনা তদন্তে বাফুফে একটি বিশেষ কমিটি করে দিয়েছে। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ফুটবলার ও কোচের কথা শুনেছেন তারা।