নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

গত এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যেহেতু দুজনই সমসাময়িক ফুটবলার, তাই দুজনের মধ্যে কে সেরা, সর্বকালের সেরাই বাঁ কে, এমন প্রশ্নও ওঠেছে অনেকবার, তর্ক-বিতর্কও হয়েছে অনেক। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে এ বিতর্ক থামিয়ে দিয়েছিলেন মেসি। এমনকি রোনালদোর অনেক ভক্তও আর্জেন্টাইন অধিনায়ককেই সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছেন।

এরপরও বেশ কয়েকবারই নতুন করে এ নিয়ে বিতর্ক ওঠেছে। এবার বিতর্ক উসকে দিয়েছেন রোনালদো নিজেই। সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’য় সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। সেখানে তিনি নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন। এমনকি নিজেকে, ইতিহাসের পরিপূর্ণ ফুটবলার হিসেবেও দাবি করেছেন তিনি।  

রোনালদো বলেছেন, ‘আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিস্টিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, ম্যারাডোনাকে অগ্রাধিকার দিতে পারেন। বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি।’

এ সাক্ষাৎকারে রোনালদো কথা বলেছেন এবারের বিতর্কিত ব্যালন ডি’অর পুরস্কার নিয়েও। ভিনিসিয়ুসেরই জেতা উচিত ছিল তা আরও একবার জানিয়ে রোনালদো বলেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। যদিও আমি বিস্মিত নই। আমি পুরস্কারটা জিতেছি কি জিতিনি, সেটা পাশে সরিয়ে রেখেই বলছি, এটার বিশ্বাসযোগ্যতার অভাব আছে। সে (ভিনিসিয়ুস) চ্যাম্পিয়নস লিগ জিতেছে, অনেক গোল করেছে।’

একই সঙ্গে জুড বেলিংহামের প্রশংসাও করেছেন পর্তুগীজ এ মহাতারকা। তিনি বলেন, ‘জুড বেলিংহাম এখনো অনেক তরুণ। তার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে আমাকে জিদানের কথা মন করিয়ে দেয়। জিদানের কিছু বিষয় তার মধ্যে আছে।’