১২ বছর পর সান্তোসের জার্সিতে নেমে ব্যর্থ নেইমার
ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক ছিলেন পেলে। তবে কিংবদন্তি ফুটবলারের রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার জুনিয়র। সেলেসাওদের এই পোস্টারবপ্যের ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে।
এরপর ইউরোপের নামীদামী ক্লাবে খেলেছেন নেইমার। বার্সেলোনায় দ্যুতি ছড়িয়ে রেকর্ড দলবদলে যোগ দিয়েছিলেন পিএসজিতে। এরপর ফ্রান্স ছেড়ে সৌদি আরব, মরুর দেশের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে আবার নিজের শিকড়ের কাছেই ফিরে এলেন ব্রাজিলের পোষ্টার বয়।
১২ বছর পর শৈশবের ক্লাবের জার্সি জড়িয়ে কাল মাঠে নেমেছিলেন সেলেসাও তারকা। তবে তার ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর বিপক্ষে নিজে গোল পাননি। ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।
এদিন প্রথম একাদশে ছিলেন না নেইমার। প্রথমার্ধে টিকিনিও সোয়ারেসের পেনাল্টি গোলে সান্তোস এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি। তবে ১৬ মাস পর প্রথমবার মাঠে নেমে প্রত্যাশিত জাদু দেখাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
উল্টো ম্যাচের ৬৭তম মিনিটে আলেকজান্দ্রে দে জেসুস গোল করে বোটাফোগোকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭১তম মিনিটে লাল কার্ড খেয়ে ১০ জনের দল হয় বোটাফোগো। তবে একজন বেশি নিয়ে খেলেও সান্তোস আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারদের।
দেশের মাটিতে নেমে নেইমার বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। আবারও যখন মাঠে নামলাম আমার ভেতরের অনুভূতি কেমন সেটা কোনো শব্দে প্রকাশ করতে পারব না।’
‘খেলার জন্য আমার আরও সময় প্রয়োজন। এখনও শতভাগ ফিট হতে পারিনি। আশা করিনি মাঠে দৌড়াতে এবং বল নিয়ে কারিকুরি দেখাতে পারব। আশা করছি চার-পাঁচ ম্যাচ পর আরও ভালো লাগবে।’