সতীর্থকে বিয়ে করলেন স্বর্ণকন্যা মাবিয়া

টানা দুইবার এসএ গেমসে স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বিয়ে করেছেন। বরও ভারোত্তোলক। নাম শাকায়েত হোসেন প্রান্ত। তারা দুইজনই বাংলাদেশ আনসারের খেলোয়াড়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে এই দুই ভারোত্তোলকের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাবিয়া জানিয়েছেন, তাদের একে অপরের সঙ্গে ভালো চেনাজানা ছিল আগে থেকেই। তবে বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০১৬ ও ২০১৯ এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম বড় তারকা। তার স্বামী যদিও তারকা দ্যুতি পাননি, তবে তিনি নিয়মিতই ঘরোয়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতেন। ২০১৯ এসএ গেমসে রুপা জিতেছেন তিনি।