চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ ঢাকা ছাড়বে টাইগাররা
কয়েকদিন পরই পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ইতোমধ্যে বাংলাদেশ দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে। এবার সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে।
জানা যায়, আজ বাংলাদেশ সময় রাত ১টা বাংলাদেশ দলের ফ্লাইট। সে বিমানে করেই নাজমুল হোসেন শান্তর দল ঢাকা ছেড়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
২০ ফেব্রুয়ারী দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ করে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারী প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অধিনায়ক নাজমুল শান্ত ও তার দলের।
তার আগে বুধবার বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন হয়েছে। মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সবাইকে নিয়ে এই ফটোসেশন হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
বাংলাদেশ আজ রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। এরপর সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যদিও তা আনুষ্ঠানিক নয়। ১৭ ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তরা মুখোমুখি হবেন ভারতের। এরপরের ম্যাচ দুটো হবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।