চ্যাম্পিয়ন্স ট্রফি:
দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেলে দুবাই পৌঁছান নাজমুল হোসেন শন্তরা। গত রাতে শান্ত-মিরাজটা ঢাকা ছেড়েছিলেন।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। পাকিস্তান মূল আয়োজক। তবে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।
আট দলের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।