কেন খুব ভালো ফিল হচ্ছে তানজিম সাকিবের

তানজিম হাসান সাকিব

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুক্রবার দুবাই পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রথম দিনের মতো অনুশীলন সেড়েছে নাজমুল হোসেন শান্তরা।

অনুশীলন শেষে দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব বলেছেন, তার খুব ভালো ফিল হচ্ছে।

কেন এমন বলছেন সাকিব? বিস্তারিত তার মুখ থেকেই শোনা যাক- ‘আমাদের প্রথম প্র্যাকটিস সেশনটা খুব ভালো গেছে। প্রথমে আমরা জিম করেছি, এরপর নেট প্র্যাকটিস সেশন হয়েছে। ওভারঅল খুব ভালো ফিল হচ্ছে। আসলে এটাই ছিল সবচেয়ে জরুরী।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। পাকিস্তান মূল আয়োজক। তবে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আট দলের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচটি নিয়ে তানজিম সাকিব বলেন, ‘প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতিটা নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি প্রস্তুতি নেওয়া যায়। কোন বল এখানে বেশি কাজ করছে, কোন লেংথে বল করলে ব্যাটসম্যান স্ট্রাগল করছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো।’