বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নামকরন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামটির নতুন নাম হবে - ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি আগে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়।