বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে লিটন দাস

জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন দাসও।

চ্যাম্পিয়নস ট্রফিতে কেউ চোটে পড়লে যেন বিকল্প তৈরি থাকে, মূলত এজন্যই বাংলাদেশ টাইগার্স ক্যাম্প শুরু হয়েছে। ডানহাতি উইকেটকিপার-ব্যাটার লিটন ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি।

লিটন ছাড়াও মুমিনুল হক, সাদমান ইসলাম, মাহমুদুল হাসায় জয়, সাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসানসহ ২১জন ক্রিকেটার অংশ নিচ্ছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে।

আগামী মাসে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দলগুলো তাদের অনুশীলন শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলবে।