৩২ বছর আগের রেকর্ড ভেঙে রনির চমক

৩২ বছর আগের রেকর্ড ভেঙে রনির চমক

৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে চমক দেখিয়েছেন নাজমুল হোসেন রনি। বাংলাদেশ সেনাবাহিনীর রনি জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গতির ঝড় তুলেছিলেন। আর তাতে ৩২ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ৪০০ মিটার হার্ডলসে ছেলেদের ইভেন্টে তিনি সময় নিয়েছেন ৫০ দশমিক ৮৪ সেকেন্ড।

এই ইভেন্টে ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈম রেকর্ড গড়েছিলেন। তখন সময় নিয়েছিলেন ৫১ দশমিক ৮৭ সেকেন্ড।

এই ইভেন্টর মেয়েদের বিভাগেও হয়েছে নতুন জাতীয় রেকর্ড। লিবিয়া খাতুনের গড়া ২০২২ সালের রেকর্ডকে পেছনে ফেলে সেরা হয়েছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন।

৩২ বছরের পুরানো রেকর্ড ভেঙে রনু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'অবশ্যই নিজের চেষ্টা ছিল, আমার প্রশিক্ষকও আমাকে নিয়ে কাজ করেছেন, মোটকথা সবার দোয়া এবং সম্মিলিত প্রচেষ্টায় এটা করতে পেরেছি।’

রেকর্ড ভাঙার ব্যাপারে তিনি বলেন, 'এমন একটা রেকর্ড গড়ে খুশি লাগারই কথা। আমার কোচ এবং সহপাঠিরা আমাকে নিয়ে বলতেন এই রেকর্ডটা আমার দ্বারা ভাঙা সম্ভব। অবশেষে সেটি করতে পেরে আলহামদুল্লিাহ।'

৩২ বছরের রেকর্ড ভাঙার পর এবার এসএ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন রনি। তিনি বলেন, অ্যাথলেটিকস নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে সামনে এসএ গেমসে পদক পাওয়া। যে টাইমিং করেছি তাতে আর একটু চেষ্টা করলে হয়তো পদক হয়ে যাবে। তবে ফেডারেশনের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করতে হবে।’